6126

04/20/2025 মার্কের শখ বিখ্যাত মানুষের সমাধি দেখা

মার্কের শখ বিখ্যাত মানুষের সমাধি দেখা

আন্তর্জাতিক ডেস্ক

১৮ আগস্ট ২০২২ ০০:১৩

শখের বশে কেউ দুর্লভ জিনিসপত্র জমাতে ভালোবাসেন, কেউ দেশি-বিদেশি মুদ্রা। কারও আবার ডাকটিকিট জমানোর শখ। কেউ আবার ভালোবাসেন ঘুরে বেড়াতে। সেসবের পেছনে টাকাও প্রচুর খরচ হয়। মার্ক ডেবস! নিজের শখপূরণের ব্যাপারে ব্যতিক্রম নন। সুযোগ-সময় পেলেই তিনি বেড়িয়ে পড়েন নানা জায়গায়।

তবে পাহাড়, সমুদ্র কিংবা জঙ্গল নয়। দেশ বিদেশের বিভিন্ন নামীদামি মানুষের সমাধি স্থান নিজের চোখে দেখা আর সেসব জায়গার ছবি ক্যামেরাবন্দী করাই তার নেশা।

ব্রিটেনের বাসিন্দা মার্ক ডেবস (৩৯)। ইতিমধ্যেই ঘুরে ফেলেছেন অসংখ্য দেশ। সাতশোরও বেশি সমাধিস্থল ঘুরে দেখা হয়ে গেছে তার। যার মধ্যে রয়েছে অন্তত ২০০ জন বিখ্যাত মানুষের সমাধি।

ওয়াশিংটনে গিয়ে দেখেছেন বিখ্যাত ক্যারাটে চ্যাম্পিয়ন ব্রুস লির সমাধি। চীনে গিয়ে দেখে এসেছেন মাও-জে-দং-এর সমাধিও। ব্রিটেনের প্রয়াত প্রধানমন্ত্রীদের সমাধিও দেখে এসেছেন নিজের চোখে। তালিকা এখানেই শেষ নয়। তার দেখা সমাধিস্থলগুলোর মধ্যে রয়েছেন বিখ্যাত কবি রবার্ট বার্নসের সমাধি থেকে শুরু করে বিখ্যাত রেসিং গাড়িচালক জিম ক্লার্কের সমাধিও। আর এসবের পেছনে মার্ক খরচ করেছেন দেড় কোটি টাকা।

ছোট থেকেই ইতিহাস ও সংস্কৃতির বিষয়ে জানতে ভালবাসতেন ব্রিটেনের এই বাসিন্দা। কিন্তু পুথিগত বিদ্যায় কোনোদিনই আগ্রহ ছিল না মার্কের। বরং ইতিহাসকে দেখতে চাইতেন হাতে-কলমে। সেসব সম্পর্কে বিস্তারিত জেনে, ছবি তুলে রাখতে চান মার্ক। সময় পেলেই তাই ক্যামেরা কাঁধে বেড়িয়ে পড়েন তিনি। আর সেই থেকে শুরু হয় দেশ-বিদেশে ঘুরে বেড়ানো।

তবে শখ পূরণ করতে গিয়ে মাঝেমধ্যে বেশ বিপদেও পড়তে হয়েছে তাকে। তবে যত বাধাই আসুক না কেন তার শখে দাঁড়ি ফেলতে পারেনি। বরং নতুন উদ্যমে ফের নতুন দেশে বেড়িয়ে পড়েছেন তিনি। আমেরিকা, ইংল্যান্ড, চিন ঘোরার পর এবার মার্ক যেতে চান রাশিয়ায়। সেখানে গিয়ে দেখতে চান স্তালিনের সমাধি। আপাতত তার জন্যই প্রস্তুতি সারছেন মার্ক।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]