6139

04/20/2025 ভয়াবহ দাবানলে আলজেরিয়ায় ২৬ জনের প্রাণহানি

ভয়াবহ দাবানলে আলজেরিয়ায় ২৬ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক

১৮ আগস্ট ২০২২ ২১:০৯

আলজেরিয়ার উত্তরাঞ্চলে সাম্প্রতিক সময়ে দাবানলে ক্ষতিগ্রস্ত একটি বন। আফ্রিকার দেশ আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে অন্তত ২৬ জন মারা গেছেন। দেশটির উত্তরাঞ্চলের একটি বনে লাগা আগুনে আহত হয়েছেন আরও ডজনখানেক মানুষ। আলজেরিয়া কর্তৃপক্ষ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

দেশটির কামেল বেলজউদ নামের এক মন্ত্রী জানিয়েছেন, তিউনিসিয়ার সীমান্তবর্তী এল টারফে ২৪ জন এবং সেতিফে একজন মা ও মেয়ে মারা গেছেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

গতকাল বুধবার সন্ধ্যা থেকে হেলিকপ্টারযোগে সেখানে আগুন নেভানোর চেষ্টা করছেন ফায়ারসার্ভিস ও উদ্ধারকর্মীরা। ওই অঞ্চলের বিভিন্ন রাজ্য থেকে অন্তত ৩৫০ জন বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

এল টারফ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা এবং সেখানে বিভিন্ন সময়ে ১৬টি আগুন লাগার ঘটনা ঘটেছে।

সেতিফে মারা যাওয়া ৫৮ বছর বয়সী এক নারী ও তার ৩৬ বছর বয়সী মেয়ের নাম এখনো প্রকাশ করা হয়নি। গত বছরও ওই এলাকায় দাবানলে ৯০ জন মানুষের মৃত্যু হয়। আগুনে পুড়ে যায় এক লাখ হেক্টর বনভূমি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]