6163

04/12/2025 ট্রেনে কাটা পড়ে সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

ট্রেনে কাটা পড়ে সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

ডেস্ক রিপোর্ট

২১ আগস্ট ২০২২ ০২:৪৭

ফখরুল ইসলাম (৫৯) নামে বাংলাদেশ ব্যাংকের সাবেক উপ-মহাব্যবস্থাপক ট্রেনে কাটা পড়ে মারা গেছেন।

শনিবার (২০ আগস্ট) সকাল সাড়ে আটটার দিকে রাজধানীর খিলগাঁও রেলগেটের অদূরে এ দুর্ঘটনাটি ঘটে।

ঢাকা রেলওয়ে থানার এসআই মো. রিয়াজ মাহমুদ জানান, শনিবার সকাল সাড়ে আটটায় খিলগাঁও রেলগেটের ২০০ গজ পশ্চিমে রেলগেটমুখী রেললাইন দিয়ে হেঁটে আসার সময় খুলনা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস কমলাপুরগামী ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তি ঘটনাস্থলে মারা যান।

পরে খবর পেয়ে সেখান থেকে তার মৃতদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মৃতের ছেলে রিফাত বিন ইসলাম জানান, তার বাবা সকালে হাঁটতে বাসা থেকে বের হয়েছিলেন। তারা রেলওয়ে পুলিশ থেকে খবর পান খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে তার বাবা মারা গেছেন।

মৃত ফখরুল জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ঝাউগড়া গ্রামের মৃত তৈয়ব আহমেদের ছেলে। বর্তমানে ঢাকার ওয়ারী ৩/১ একে সেন লেনে পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]