নেত্রকোনার পূর্বধলায় শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের জারিয়া বাসস্ট্যান্ডে বালুভর্তি ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার (২২ আগস্ট) দুপুরে জারিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পূর্বধলা থানার ওসি (তদন্ত) নূরুল আলম।
নিহতরা হলেন গৌরীপুর উপজেলার বুকাইনগর ইউনিয়নের নাহরাবাজার এলাকার নূর ইসলামের ছেলে আনোয়ার (৩৫) এবং মোটরসাইকেল চালক। তবে, চালকের পরিচয় এখনো পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আনোয়ার হোসেন ও তার খালাতো বোন মারুফা মোটরসাইকেল ভাড়া নিয়ে গৌরীপুর থেকে দুর্গাপুর ডাক্তার দেখানোর জন্য যান। পরে দুর্গাপুর থেকে ফেরার পথে জারিয়া বাসস্ট্যান্ড এলাকায় আসলে দুই ট্রাকের মধ্যে পড়ে যায়। এসময় ময়মনসিংহগামী বালুভর্তি ট্রাক (ঢাকা মেট্রো ট- ২৪০৪৭৪) ধাক্কা দিলে মারুফা প্রাণে বেঁচে গেলেও আনোয়ার ও মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই মারা যান।
ওসি (তদন্ত) নূরুল আলম জানান, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাক আটক করা হয়েছে ও যান চলাচল স্বাভাবিক রয়েছে।’