6198

04/20/2025 শিশুর সামনে ধর্ষণের শিকার মা

শিশুর সামনে ধর্ষণের শিকার মা

ঠাকুরগাঁও থেকে

২৩ আগস্ট ২০২২ ০৩:৪২

সাত বছরের শিশুপুত্রের সামনে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার এক নারী। চোখের সামনে এমন ঘটনায় এখনো ভয়ে সিঁটিয়ে থাকছে শিশুটি। আর লজ্জায় সন্তানের সামনে যেতে পারছেননা মা ।

শুক্রবার পীরগঞ্জ উপজেলার শ্বশুরবাড়ি থেকে হরিপুরে বোনের বাড়িতে যাচ্ছিলেন ওই নারী। পথে কামারপুকুর বাসস্ট্যান্ড এলাকায় একটি ইজিবাইকের চালক তার কাছে গন্তব্যের কথা জানতে চান। তিনি গন্তব্যের কথা বললে তাকে তুলে নেন চালক। ওই সময়ে ইজিবাইকে আরও চার যাত্রী ছিলেন। কিছুদূর যাওয়ার পর যাত্রীরা ওই গৃহবধূ ও তার ছেলেকে জোর করে বকুয়া ইউনিয়নের চাপধাবাজার এলাকার একটি আমবাগানে নিয়ে যান। সেই সময় গৃহবধূ চিৎকার করলে তার ছেলের গলায় ছুরি ধরে হত্যার ভয় দেখিয়ে চুপ থাকতে বলা হয়। পরে সেখানে ওই গৃহবধূকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় গতকাল শনিবার হরিপুর থানায় গৃহবধূ বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন।

গতকাল শনিবার দুপুরে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ওই গৃহবধূর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পরে তাকে বাড়ি নিয়ে যান স্বজনেরা। আজ সোমবার সকালে তার বাবার বাড়িতে গিয়ে ঘটনার বিস্তারিত জানা যায়।

ওই গৃহবধূর ভাই জানান, এ ঘটনার পর থেকে তার বোন মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। হাত-পা ধরেও নির্যাতনকারীদের কাছ থেকে তার বোন রক্ষা পাননি।

মামলার তদন্ত কর্মকর্তা হরিপুর থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, পাঁচ আসামির মধ্যে তিনজনকে ঘটনার রাতেই গ্রেপ্তার করা হয়েছে। দুই আসামিকে রবিবার দিবাগত রাতে গ্রেপ্তার করা হয় । গ্রেপ্তার আসামিরা হলো- হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের চাপধা হাটপুকুর গ্রামের সলেমান আলীর ছেলে ফজলুর রহমান, চাপধা পিপলা গ্রামের করিমুল ইসলামের ছেলে রিসাদ, একই এলাকার গুচ্ছগ্রামের আকাশ, রকিম ও লস্কর। আজ সোমবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]