6200

04/20/2025 আসামিকে গলা কেটে খুন

আসামিকে গলা কেটে খুন

বগুড়া থেকে

২৩ আগস্ট ২০২২ ০৪:১০

বগুড়ার নন্দীগ্রামে হত্যাসহ ৮-১০ মামলার আসামি আখের উদ্দিনকে (৩৫) গলা কেটে খুন করা হয়েছে।

সোমবার দুপুরে পুলিশ উপজেলার ওমরপুর সতীশ চন্দ্র কলেজের পাশের ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে। লাশের পাশে একটি মোটরসাইকেল, মোবাইল ফোন ও হেলমেট পাওয়া গেছে।

নিহতের স্বজনরা জানান, আখের উদ্দিন বগুড়া সদরের সাবগ্রাম ইউনিয়নের চাঁন্দপাড়ার মোয়াজ্জেম হোসেনের ছেলে। তিনি বালুর ব্যবসা করতেন। সোমবার সকালে বগুড়া-নাটোর মহাসড়কে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ওমরপুর সতীশ চন্দ্র কলেজের পাশে ধানক্ষেতে আখের উদ্দিনের গলাকাটা মরদেহ পড়ে ছিল। স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন।

ওসি আনোয়ার হোসেন জানান, মরদেহের পাশে একটি বাজাজ পালসার মোটরসাইকেল, একটি হেলমেট ও একটি মোবাইল ফোন পাওয়া গেছে। পুলিশের ধারণা, পূর্ব কোনো শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা আখের উদ্দিনকে সেখানে এনে গলা কেটে হত্যা করে। নিহত ওই বালু ব্যবসায়ীর বিরুদ্ধে হত্যাসহ ৮-১০ মামলা বিচারাধীন রয়েছে।

বগুড়ার সাবগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান ফরিদ উদ্দিন সরকার জানান, আখের উদ্দিন এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]