6223

04/06/2025 এবার উপস্থাপনায় সানি-অর্জুন

এবার উপস্থাপনায় সানি-অর্জুন

বিনোদন ডেস্ক

২৪ আগস্ট ২০২২ ০৪:৩৭

সানি লিওনের সঙ্গে এবার দেখা যাবে ‌‘নাগিন’ খ্যাত অভিনেতা অর্জুন বিজলানিকে। তারা একসঙ্গে এমটিভি স্প্লিটসভিলা এক্স ফোর উপস্থাপনা করবেন। এটি ডেটিং রিয়েলিটি টিভি শো।

অর্জুন জানান, “তিনি এমটিভি স্প্লিটসভিলা এক্স ফোর-এর অংশ হতে পেরে রোমাঞ্চিত! শোটি সবসময় তরুণদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়ে আসছে। তারও শোয়ের থিমটি ভালো লাগে। তিনি সবসময় নতুন এবং মজার কাজের অংশ হওয়ার জন্য প্রস্তুত। সানি লিওনের সাথে শোটিকে সামনে নিয়ে যাওয়ার অপেক্ষায় আছেন এবং প্রত্যাশা করছেন ভক্তরা তাদের একসঙ্গে পছন্দ করবে”।

সানি লিওন জানান, “অর্জুনের সাথে কাজ করার অপেক্ষায় আছেন, তারা নতুন সিজনের জন্য প্রস্তুতি নিচ্ছেন ৷ মানুষ হিসেবে সে খুবই মজার ও রসিক। তারা একসঙ্গে ভালোকিছুই উপহার দিবেন দর্শকদের, এমনটাই সানির ধারণা।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]