আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন। মঙ্গলবার ( ২৩ আগস্ট) রাতে নিজেই টুইট বার্তায় বিষয়টি জানিয়েছেন।
অমিতাভ বচ্চন (৭৯ বছর) এ নিয়ে দ্বিতীয়বার করোনাভাইরাসে সংক্রমিত হলেন। তবে তার শারীরিক অবস্থা কেমন আছে, সে বিষয়ে বিস্তারিতভাবে কিছু জানাননি তিনি।
টুইট বার্তায় তিনি জানান, ‘তার কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। যারা তার সংস্পর্শে এসেছিলেন, তাদের করোনা পরীক্ষা করিয়ে নিতে তিনি অনুরোধ করেন।’
উল্লেখ্য, ২০২০ সালে করোনা পজেটিভ আসলে হাসপাতালে ভর্তি হন। সেই সময় তার ছেলে অভিষেক, পুত্রবধূ ঐশ্বরিয়া রায় এবং নাতনি আরাধ্যরও কোভিড পজিটিভ আসে।