বগুড়ার গাবতলী উপজেলার সোনারায় মধ্যপাড়া গ্রামে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের কিল-ঘুষিতে ছোট ভাই নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। নিহত ব্যক্তির নাম ঠান্ডা মিয়া (৫০)।
মঙ্গলবার (২৩ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে। নিহত ঠান্ডা মিয়া গাবতলী উপজেলার সোনারায় মধ্যপাড়া গ্রামের কোরবান আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত ঠান্ডা মিয়ার বড় ভাই নুরু মিয়া ও তার স্ত্রী মাজেদা বেগম ছেলে শাহ আলমের স্ত্রীকে নিয়ে প্রতিনিয়ত ঝগড়া বিবাদ করতেন। মঙ্গলবার (২৩ আগস্ট) রাত ৯টার দিকে আবারও ঝগড়া শুরু করলে ছোট ভাই ঠান্ডা মিয়া (৫০) তার বড় ভাইকে ঝগড়া করতে নিষেধ করেন। এসময় বড় ভাই ক্ষিপ্ত হয়ে ঘরে ঢুকে ঠান্ডা মিয়াকে এলোপাতাড়ি কিল ঘুষি মারেন। এতে ঠান্ডা মিয়া অসুস্থ হয়ে পড়েন এবং কিছুক্ষণ পর সেখানেই মারা যান।
স্থানীয়রা জানান, ঠান্ডা মিয়া মারা যাওয়ার পরপরই তার বড় ভাইয়ের পরিবারের লোকজন বাড়ি-ঘরে তালা দিয়ে পালিয়ে যান।
গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানিয়েছেন, ‘ঠান্ডা মিয়ার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।’