সম্প্রতি বলিউডের যাবতীয় চর্চার কেন্দ্রে একটাই নাম— রণবীর কাপূর। কখনও ছবির কারণে কখনও আবার বিতর্কিত মন্তব্যের কারণে। তবে আচমকাই ভাইরাল হয়েছে রণবীরের ‘সমশেরা’ ছবির একটি অংশ। যে দৃশ্য নিয়ে আবারও বিতর্কের ঝড় উঠেছে দর্শক মহলে। চর্চায় ‘সমশেরা’র অ্যাকশন দৃশ্য।
যে দৃশ্যে দেখা যাচ্ছে অভিনেত্রী বাণী কাপূর সদ্যোজাতকে কোলে নিয়ে তলোয়ার হাতে যুদ্ধ চালাচ্ছে। আর এই দৃশ্যকে কেন্দ্র করে উঠেছে প্রশ্ন। নায়িকার কোলে থাকা শিশু আদতে কোনও শিশুই নয়, দাবি দর্শকের একাংশের। তাদের বক্তব্য এটি আসলে পোশাকের অংশ, আর কিছুই না। রক্তমাংসের শিশুকে এই কায়দায় কোলে নিয়ে মারামারি করা অসম্ভব।
এত নেতিবাচক প্রতিক্রিয়ায় আবেগপ্রবণ‘সমশেরা’র পরিচালক। কারও বক্তব্য, ‘আমাদের ভেবে নিতে হবে ওটা কোনও শিশু।’ আবার কেউ লিখেছেন, ‘এটা মুড়ে রাখা কাপড় ছাড়া আর কিছুই নয়।’ অনেকে আবার দুষেছেন ছবির সম্পাদককে। এমনিতেই রণবীর-বাণীর ‘সমশেরা’ দর্শককে খুব বেশি খুশি করতে পারেনি। বক্স অফিসে এক কথায় মুখ থুবড়ে পড়েছে ছবি। এই মুহূর্তে রণবীর ব্যস্ত ‘ব্রহ্মাস্ত্র’ ছবির প্রচারে। যে ছবিতে প্রথম বার বড়পর্দায় একসঙ্গে আলিয়া ভট্ট এবং রণবীরকে দেখবে দর্শক। এক দিকে ছবির প্রচারের ব্যস্ততা, অন্য দিকে পরিবারে নতুন সদস্য আসার আনন্দ। সব মিলিয়ে ২০২২ সাল বেশ ব্যস্ততার মধ্যেই কাটছে নায়কের।
সূত্রঃ মুম্বাই সংবাদ সংস্থা।