6255

04/06/2025 ভক্তের বিড়ম্বনার শিকার বিদ্যা বালান

ভক্তের বিড়ম্বনার শিকার বিদ্যা বালান

বিনোদন ডেস্ক

২৫ আগস্ট ২০২২ ০৫:১১

দুদিন আগে আয়নার সামনে দাঁড়িয়ে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। তার এ ছবি পোস্ট করার পেছনে ছিল অন্য কারণ।

সাধারণত সবাই ছবি তোলার পর এক বার দেখে নেন সেখানে নিজেকে ভাল দেখাচ্ছে কি না। অনেকে ভাবেন, মুখের ডান পাশ থেকে ছবিটা উঠলে বেশি ভাল দেখাত। আবার কেউ কেউ ভাবেন, উল্টোটা।

এমনই এক অদ্ভুত ঘটনা ঘটেছে বিদ্যা বালানের সঙ্গে। এজন্য,মুম্বাইয়ের এক অনুষ্ঠানে গিয়ে মহা সমস্যায় পড়তে হয়েছে তাকে। ওই অনুষ্ঠানে বিদ্যাকে দেখা মাত্রই পড়ে যায় ছবি তোলার হিড়িক। ভিড়ের মধ্যে ছিলেন এমন এক ভক্ত, যিনি বিদ্যার গাড়িকে ধাওয়া পর্যন্ত করেন।

প্রিয় অভিনেত্রীর সঙ্গে ছবি তোলার পর তার মনে হয়, ছবিটি ভাল ওঠেনি। কারণ তাকে ভাল দেখাচ্ছে না। মুখের ডান পাশ থেকে ছবি তোলার কারণে বাজে দেখাচ্ছে। আর এ কথা শুনে হতবম্ব হয়ে যান নায়িকা। এ ঘটনার পরই তার আত্মপোলব্ধি।

ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে নায়িকা লেখেন, আগে তিনিও নিজের ডান পাশ এবং বাঁ পাশ নিয়ে বেশ খুঁতখুঁতে ছিলেন। কিন্তু যত দিন গড়াচ্ছে তিনি বুঝতে পেরেছেন নিজেকে নিজের মতো করে ভালবাসা জরুরি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]