6257

04/06/2025 অক্ষয়ের নতুন ছবি ‘জলি এলএলবি ৩’

অক্ষয়ের নতুন ছবি ‘জলি এলএলবি ৩’

বিনোদন ডেস্ক

২৫ আগস্ট ২০২২ ০৫:৪৬

বলিউড বক্স অফিসে মুখথুবড়ে পড়ছে একের পর এক ছবি । এই তালিকায় রয়েছে সম্প্রতি মুক্তি পাওয়া বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের ‘রক্ষাবন্ধন’ ছবিটি। বক্স অফিসে একই হাল হয়েছে অক্ষয়ের বহুল আলোচিত ‘সম্রাট পৃথ্বীরাজ’ সিনেমারও।

অন্যদিকে— সিনেমা ফ্লপের ভার নিজের কাঁধে নিয়েছেন অভিনেতা। সিনেমা ফ্লপ হওয়ার জন্য নেটিজেনদের কটাক্ষের শিকারও হয়েছেন তিনি। এমন পরিস্থিতির মধ্যেই অক্ষয় ভক্তদের জন্য সুখবর নিয়ে এসেছেন পরিচালক সুভাষ কাপুর।

আসছে বলিউড অভিনেতার জনপ্রিয় সিনেমা ‘জলি এলএলবি ৩’। পরিচালক সুভাষ কাপুর ‘জলি এলএলবি ৩’ সিক্যুয়েল নিয়ে আসছেন। এর আগে ‘জলি এলএলবি’ ও ‘জলি এলএলবি ২’ ভক্তদের মনে রয়েছে এখনো।

ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, সিনেমাটির সিক্যুয়াল তৈরি নিয়ে পরিচালক কিছুদিন ধরে অক্ষয় কুমার, আরশাদ ওয়ারসির মধ্যে চলছে আলোচনা।

এছাড়া ছবিতে বিচারকের ভূমিকায় দেখা যাবে সৌরভ শুক্লাকে। ভক্তরা অপেক্ষায় রয়েছেন সিনেমাটির জন্য। সবকিছু ঠিক থাকলে ২০২৩ সালে শুরু হবে এ সিনেমার শুটিং।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]