6334

04/06/2025 কর্ণাটকের দিভিতা রাই মিস ডিভা ইউনিভার্স

কর্ণাটকের দিভিতা রাই মিস ডিভা ইউনিভার্স

বিনোদন ডেস্ক

৩০ আগস্ট ২০২২ ০৪:২৬

মিস ডিভা ইউনিভার্স-২০২২ জিতে নিলেন ভারতের কর্ণাটকের মাত্র ২৩ বছর বয়সী দিভিতা রাই। রোববার (২৮ আগস্ট) রাতে মুম্বাইয়ের মহালক্ষ্মীর একটি স্টুডিওতে প্রতিযোগিতার দশম বার্ষিকীতে সাবেক মিস ইউনিভার্স-২০২১ হারনাজ সিন্ধু দিভিতার মাথায় মুকুট পরিয়ে দেন।

ইনস্টাগ্রামে মিস ইউনিভার্স পেজ থেকে সেই মুহূর্তের একটি ভিডিও শেয়ার করা হয়েছে। ভিডিওতে দেখা গেছে- মিস ডিভা ইউনিভার্সের মুকুটে চুমু খেয়ে হারনাজ সিন্ধু সেটি নতুন বিজয়ীকে পরিয়ে দেন। এরপর দুই সুন্দরী ডিজাইনার গ্যাভিন মিগ্যালের গাউন পরে একসঙ্গে র‌্যাম্পে হাঁটেন । দুজনের মাথাতেই ছিল মুকুট।

দিভিতা রাইয়ের জন্ম কর্ণাটকের ম্যাঙ্গালোরে হলেও বাবার চাকরির কারণে ভারতের বিভিন্ন শহরে থেকেছেন। তিনি পেশায় একজন স্থাপত্যবিদ ও মডেল। বেঙ্গালুরুর ন্যাশনাল পাবলিক স্কুল ও মুম্বাইয়ের স্যার জেজে কলেজ অব আর্কিটেকচারে পড়াশুনা করেছেন । এ ছাড়া ব্যাডমিন্টন, বাস্কেটবল খেলার শখ আছে তার। আঁকেন ছবিও। আগ্রহ রয়েছে গান শোনা ও বই পড়ায়।

মিস ডিভা ইউনিভার্স জিতে দিভিতা জানান, অসাধারণ লাগছে। অবশেষে তার মাথায় উঠল এই মুকুট। এটা অবিশ্বাস্য। এ অনুভূতি তিনি বলে বোঝাতে পারবেন না।

তিনি আরও জানান, তার বাবা-মায়ের কাছ থেকেই অনুপ্রেরণা পেয়েছেন । তার লক্ষ্য শিক্ষাকে সবার কাছে সহজলভ্য করে তোলা। তিনি পরিবর্তনে ভয় পান না। জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করেন। শিক্ষা জীবনে যে ছয়টি স্কুল তিনি পরিবর্তন করেছিলেন, প্রতিটিতেই মানিয়ে নিয়েছেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নিয়েছিলেন মিস ইউনিভার্স-২০০০ লারা দত্ত, মিস ইন্ডিয়া-১৯৬৪ মেহের কাস্টেলিনো, মিস ইন্ডিয়া-১৯৮০ সংগীতা বিজলানি, মিস ইন্ডিয়া ইউনিভার্স-২০০৪ তনুশ্রী দত্ত প্রমুখ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]