6344

04/11/2025 স্ত্রীর অত্যাচারে তালগাছে বসবাস স্বামীর

স্ত্রীর অত্যাচারে তালগাছে বসবাস স্বামীর

রকমারি ডেস্ক

৩১ আগস্ট ২০২২ ০৪:০২

বউ প্রতিদিন স্বামীকে দৈহিক ও মানসিক নির্যাতন করে, তাই স্ত্রীর ভয়ে ও বিরক্ত হয়ে ভিটেমাটি ছেড়ে ৮০ ফুট উঁচু তালগাছে বাসা বেঁধেছেন তিনি।

স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েই থাকে। সেসবের সমাধান হয় আবার কখনও কখনও সেটা বিচ্ছেদেও গড়ায়। কিন্তু এমন অদ্ভুত ঘটনা সত্যি বিরল। আর এ ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশে। স্ত্রীর অত্যাচারে তিনি গত এক মাস ধরে তালগাছে বসবাস করছেন।

ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানানো হয়েছে, উত্তরপ্রদেশের মাউ জেলার কোপাগঞ্জ এলাকার বাসিন্দা রাম প্রবেশ এ ঘটনা ঘটিয়েছেন ।

খবরে বলা হয়েছে, ওই ব্যক্তির স্ত্রী প্রতিদিন তাকে দৈহিক ও মানসিক নির্যাতন করে। তাই বিরক্ত হয়ে ও স্ত্রীর ভয়ে ভিটেমাটি ছেড়ে ৮০ ফুট উঁচু তালগাছে বাসা বেঁধেছেন তিনি।

রাম প্রবেশ জানান, বউ তাকে কারণে-অকারণে রোজ মারে, ঝগড়া করে। বউয়ের অত্যাচার থেকে মুক্তি পেতেই এমন সিদ্ধান্ত। রামপ্রবেশের বাবাও তার অভিযোগকে সমর্থন জানিয়েছেন।

তিনি আরও জানান, শুধু মল-মূত্র ত্যাগের জন্যই গাছ থেকে নিচে নামেন তিনি। গ্রামবাসী-পরিবারের বাকি লোকজন তাকে বোঝাতে গেলে তিনি কান পাততে নারাজ। উল্টো গাছের কাছাকাছি কাউকে দেখলেই উপর থেকে ইট পাটকেল ছুঁড়ছেন ওই ব্যক্তি।

প্রতিবেদনে বলা হয়, রাম প্রবেশের পরিবার খাবার এবং জল একটি গাছে দড়ি দিয়ে বেঁধে রাখেন। রাম ওপর থেকে সেই দড়ি টেনে খাবার সংগ্রহ করে আবার দড়ি ঝুলিয়ে দেন।

পরিবারের সদস্যরা পুলিশ ডেকে তাকে নামানোর ব্যবস্থা করেন। কিন্তু সেই চেষ্টাও ব্যর্থ হয়। পুলিশ অনেক অনুরোধ করে উপায় না পেয়ে শেষে হুমকিও দেন রামকে। তাতেও কোন লাভ হয় না । অবশেষে তারা একটা ভিডিও করে ফিরে যান।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]