6361

10/28/2025 হিরা খচিত জুতা পড়ে জয়ের লক্ষ্যে সেরেনা

হিরা খচিত জুতা পড়ে জয়ের লক্ষ্যে সেরেনা

Tanni

৩১ আগস্ট ২০২২ ২৩:০৬

সেরেনা উইলিয়ামস চলমান ইউএস ওপেনে ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের জন্য খেলছেন। তবে এই আসরেই অবসরের ঘোষণা দিতে পারেন তিনি। তাই সমর্থকরা তার খেলার দিকে বিশেষ নজরও দিচ্ছেন। ইতোমধ্যে প্রথম রাউন্ডে জিতে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন সেরেনা। সেদিন খেলার পাশাপাশি তার পোশাকেও ছিল নতুনত্ব।

ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘নাইকি’ সেরেনার জন্য তার টেনিস জীবনের শেষ প্রতিযোগিতাটি বিশেষ ভাবে সাজিয়ে তুলতে চেয়েছে। যেখানে যুক্তরাষ্ট্রের এই তারকার পোশাক ও জুতায় ছিল স্বর্ণ ও হিরার কারুকাজ।

নাইকির পক্ষ থেকে জানানো হয়েছে, সেরেনা যে জুতাটি পরে খেলতে নেমেছিলেন, সেখানে প্রায় ৪০০টি হিরা বসানো ছিল। আর জুতার ফিতায় ছিল সোনার পাত।

এর আগে কোনো টেনিস তারকার পোশাক বা জুতায় হিরা বসানোর কথা কেউ ভাবতেও পারেননি। ম্যাচের আগে টুইটারে সেরেনা একটি ভিডিও শেয়ার করে তার জুতা জোড়ার খুঁটিনাটি ভক্তদের জানান, ‘এর আগে তিনি এ রকম জুতা কোনো ম্যাচেই পরেননি।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]