6395

04/06/2025 ওয়েব সিরিজের মধ্য দিয়ে মিমির বলিউডে পদার্পণ

ওয়েব সিরিজের মধ্য দিয়ে মিমির বলিউডে পদার্পণ

বিনোদন ডেস্ক

৩ সেপ্টেম্বর ২০২২ ২২:৪৫

একটি হিন্দি ওয়েব সিরিজে কাজ করতে চলেছেন বাংলার হার্টথ্রব টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। নায়িকার বিপরীতে অভিনয় করতে পারেন নায়ক আলি ফাজলে। তবে সঙ্গে আরেকটা নামও ঘোরাফেরা করছে। আর সে হল বাংলার অনির্বাণ চট্টোপাধ্যায়। যিনি একসাথে গান, অভিনয় ,পরিচালনাও করেন।
তাকে প্রস্তাব দেওয়া হয়েছে শুধু সম্মতির অপেক্ষা।

বাঙালি পরিচালক সৌমিক সেনের পরিচালনাতেই আসছে ওয়েব সিরিজটি। যিনি এর আগে নির্মাণ করেছেন ‘গুলাব গ‌্যাং’, ‘মহালয়া’ খ‌্যাত সিনেমাগুলো।

রাইমা সেন, পাওলি দাম, স্বস্তিকা মুখোপাধ্যায়রা ইতোমধ্যে বলিউডে কাজ করেছেন। মিমি নিজেও কাজ করেছেন পোস্ত ছবির হিন্দি রিমেকে। যদিও এখনো তা মুক্তি পায়নি। নায়কদের মধ্যে বলিউডে পরপর কাজ করছেন পরমব্রত, শাশ্বত, যিশু, টোটা, রাজেশ শর্মা। এই তালিকায় নতুন নাম লিখিয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী আর আবির চট্টোপাধ্যায়। কাজ করেছেন অনির্বাণ ‘মিসেস চ‌্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে, সেটাও মুক্তির অপেক্ষায়। তবে মিমির মতো এই ওয়েব সিরিজে সম্মতি দিলেই তা হবে অনির্বাণের প্রথম হিন্দি সিরিজ। যদিও খবরে এখনো সম্মতি দেননি মিমি বা অনির্বাণ কেউই। দুজনের জুটি ‘ড্রাকুলা স্যার’-এ সবাই খুব পছন্দ করেছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]