গত ৩০ আগস্ট পাঁচ ঘণ্টার ট্রাফিক জ্যামে ভারতের কর্নাটক রাজ্যের বেঙ্গালুরুতে ২২৫ কোটি রুপি ক্ষতি হয়েছে একটি তথ্যপ্রযুক্তি কোম্পানির। সেদিন রাস্তায় দীর্ঘক্ষণ আটকে ছিলেন সেই কোম্পানির কর্মীরা। যার ফলে এই বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে। অভিযোগ জানাতে কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইকে চিঠিও লিখেছে কোম্পানিটি।
মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে কোম্পানিটি জানিয়েছে, শহরের আউটার রিং রোড চত্বরে প্রায় পাঁচ লাখ মানুষ কাজ করেন। এছাড়া বেঙ্গালুরুর কৃষ্ণরাজাপুর থেকে সেন্ট্রাল সিল্ক রোড এলাকায় প্রচুর অফিস রয়েছে। সব মিলিয়ে প্রায় ১০ লাখ মানুষের আয় জড়িত। কিন্তু এখানেই যোগাযোগ ব্যবস্থা খারাপ। সব সময় ট্র্যাফিক জ্যামের জন্য সমস্যায় পড়েন এখানকার কাজ করা মানুষ। এলাকাটির যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে সরকার কোনো ব্যবস্থাই নিচ্ছে না বলে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ করেন তারা।
কোম্পানিটির আরও দাবি, ট্র্যাফিক জ্যামের কারণেই এক দিনে ২২৫ কোটি রুপি ক্ষতি হয়েছে তাদের। দিন দিন অবস্থা এমন হচ্ছে, অফিস বদলিয়ে অন্য কোথাও নিয়ে যেতে হবে বলেও চিঠিতে লিখেছেন তারা।
উল্লেখ্য, বেঙ্গালুরুকে 'ভারতের সিলিকন ভ্যালি' বলা হয়ে থাকে। কিছু দিন আগে বন্যাবিধ্বস্ত আউটার রিং রোডে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী বাসবরাজ। তখন সেখানকার বাসিন্দারা তাকে নানা সমস্যার কথা জানিয়েছিলেন।
সূত্র : আনন্দবাজার।