6438

04/20/2025 ওপেক বৈঠকের আগে বাড়ানো হলো তেলের দাম

ওপেক বৈঠকের আগে বাড়ানো হলো তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক

৫ সেপ্টেম্বর ২০২২ ২১:৫৭

তেল উৎপাদনকারী সংস্থা ওপেক প্লাসের বৈঠক সামনে রেখে আন্তর্জাতিক বাজারে তেলের দাম এক ডলারের বেশি বেড়ে গেছে। সংস্থাটি তেলের উৎপাদন কমাতে পারে এমন ধারণা থেকেই সোমবার (৫ সেপ্টেম্বর) তেলের দাম ঊর্ধ্বমুখী।

সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে সূত্র মারফত জানা যায়, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৮৮ ডলার বা দুই শতাংশ বেড়ে ৯৪ দশমিক ৯০ ডলারে দাঁড়িয়েছে। শুক্রবার (২সেপ্টেম্বর) মূল্য বাড়ে শূন্য দশমিক ৭ শতাংশ। ওয়েস্ট টেক্সাস ইন্টামিডিয়েটের মূল্য ব্যারেলপ্রতি ১ দশমিক ৭৩ ডলার বা দুই শতাংশ বেড়ে ৮৮ দশমিক ৬০ ডলারে দাঁড়িয়েছে। আগের সেশনে এটির দাম বাড়ে শূন্য দশমিক ৩ শতাংশ।

রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গেছে, সোমবার (৫ সেপ্টেম্বর) বৈঠক শেষে ওপেক ও তার মিত্ররা তেলের উৎপাদন কমাতে পারে। জ্বালানি তেলের মূল্য ঊর্ধ্বমুখী রাখতেই এ সিদ্ধান্ত আসতে পারে। যদিও সরবরাহ এখনো স্বাভাবিক নেই।

সিএমসি মার্কেটসের বিশ্লেষক টিনা টেং জানিয়েছেন, চাহিদা কমায় মূল্য ধরে রাখতে উৎপাদন কমাতে পারে ওপেক প্লাস। কারণ চীনের কিছু অংশে নতুন করে লকডাউন শুরু হয়েছে।

এদিকে ওয়ালস্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে জানা যায়, ওপেকের গুরুত্বপূর্ণ সদস্য ও বিশ্বের দ্বিতীয় বড় তেল উৎপাদনকারী দেশ রাশিয়া এই মুহূর্তে ওপেকের সঙ্গে একমত নয়। ফলে সংস্থাটি উৎপাদন একই রকম রাখতে পারে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]