6443

04/20/2025 পশ্চিম তীরে বাসে বন্দুক হামলায় ইসরায়েলি ৬ সেনা আহত

পশ্চিম তীরে বাসে বন্দুক হামলায় ইসরায়েলি ৬ সেনা আহত

আন্তর্জাতিক ডেস্ক

৫ সেপ্টেম্বর ২০২২ ২৩:৩৭

অধিকৃত পশ্চিম তীরে একটি বাসে বন্দুক হামলায় চালক ও ইসরায়েলের ছয় সেনা আহত হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন দুই হামলাকারী আটক হয়েছে।

আলজাজিরা জানিয়েছে, একটি গাড়িতে থাকা ব্যক্তিরা বাসটিকে ওভারটেক করে। এরপরই বাসটি লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে।

হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি। ইসরায়েলি কর্তৃপক্ষ বলেছে, ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় সন্দেহভাজন দুই অস্ত্রধারীকে আটক করা হয়েছে।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজ জানিয়েছেন, তার বাহিনী তাৎক্ষণিকভাবে তাড়া করে সন্দেহভাজনদের দুজনকে ধরতে পেরেছে।

সূত্র: আলজাজিরা।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]