থাইল্যান্ডের ফ্রানং কেভ সৈকতে স্বামী যশ দাশগুপ্তের সঙ্গে ছুটি কাটাচ্ছেন সাংসদ, অভিনেত্রী নুসরাত। সামাজিক যোগাযোগ মাধ্যমে কখনও বিকিনি আবার কখনও খোলামেলা বিচ পোশাকে ঝড় তুলছেন এই নায়িকা।
সম্প্রতি শোনা যায় যে, সালমান খানের 'বিগ বস ১৬'-তে যোগ দেবেন নুসরাত জাহান। এমন খবরেই ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি।
থাইল্যান্ড থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশকিছু ছবি পোস্ট করেছেন নুসরাত। আর এর ফলে অনেকেই কটাক্ষও করছেন এই অভিনেত্রীকে। সম্প্রতি অফ শোল্ডার পিচ রঙের একটি টপ পরে ছবি শেয়ার করেছেন, হাতে রয়েছে পানীয়র গ্লাস।নুসরাতের পোস্ট করা ছবির নিচে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। নেট নাগরিকদের বিস্মিত প্রশ্ন, 'কীভাবে এত রোগা হলেন!' কেউ আবার সাংসদ হয়ে তার পোশাক নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ আবার তাকে রাজনীতি ও অভিনয়ের মধ্যে যেকোনো একটা বেছে নেওয়ার আবেদন করেছে।