6453

01/05/2026 অভিনেতা মিলনের স্ত্রী মারা গেছেন

অভিনেতা মিলনের স্ত্রী মারা গেছেন

বিনোদন ডেস্ক

৫ সেপ্টেম্বর ২০২২ ২২:৫৫

নন্দিত অভিনেতা আনিসুর রহমান মিলনের স্ত্রী পলি আহমেদ ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (৪ সেপ্টেম্বর) আমেরিকার স্থানীয় সময় বেলা ১১টা ৫৭ মিনেটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আনিসুর রহমান মিলন নিজেই খরবটি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ‌‘তার স্ত্রী পলি আহমেদ রোববার (৪ সেপ্টেম্বর) সকালে ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন।’

অভিনেতার স্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অভিনেতা রওনক হাসান। তিনি জানান, ‘তাদের সবার প্রিয় অভিনয়শিল্পী, অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সহ-সভাপতি আনিসুর রহমান মিলনের স্ত্রী পলি আহমেদ না ফেরার দেশে চলে গেলেন। তিনি তার আত্মার শান্তি কামনা করেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]