6525

04/20/2025 সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ১

সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ১

দিনাজপুর থেকে

৮ সেপ্টেম্বর ২০২২ ২৩:০১

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দিনাজপুরের দাইনুর সীমান্তে মিনহাজ (১৯) নামে এক বাংলাদেশি তরুণ নিহত ও আরেকজন গুলিবিদ্ধ হয়েছে বলে খবর পাওয়া গেছে। এই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও একজন।

বুধবার (৭সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টায় জেলার সদর উপজেলার দাইনুর সীমান্তে বিওপি ৩১৫ নম্বর মেইন পিলারের কাছে এই ঘটনা ঘটে। নিহত মিনহাজ সদর উপজেলার ৯নং আস্করপুর ইউনিয়নের ভিতরপাড়া এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে। তার লাশ ভারতের দক্ষিণ দিনাজপুর তেলিয়াপাড়া এলাকায় পড়ে আছে। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন একই ইউনিয়নের খানপুর এলাকার সালমানের ছেলে সাগর (২০)। নিখোঁজ ব্যক্তির নাম লতিফুল ইসলামের ছেলে এমদাদুল (২৮)।

বিষয়টি নিশ্চিত করে দিনাজপুর কোতোয়ালি থানার ওসি তানভিরুল ইসলাম জানান, রাতে সীমান্তে বিএসএফ গুলি চালায়। এতে মিনহাজ নিহত ও সাগর আহত হয়। নিহতের লাশ সীমান্তের শূন্যরেখায় পড়ে রয়েছে। এ বিষয়ে বিজিবি-বিএসএফ পর্যায়ে পতাকা বৈঠক শেষে লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

আহত সাগরকে বিএসএফ তাদের এলাকায় নিয়ে গেছে। মাদক আনাকে কেন্দ্র করে এই গুলি চালিয়েছে বলে বিএসএফ দাবি করেছে।দাইনুর বিজিবি বিওপির নায়েক সুবেদার আক্তার হোসেন জানান, এই বিষয়ে বিএসএফের কাছে তারা চিঠি পাঠিয়েছেন। বিএসএফ চিঠির জবাবে জানিয়েছে যেকোনও মুহূর্তে পতাকা বৈঠকের মাধ্যমে লাশ আনা হবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]