6638

04/21/2025 বুধবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

বুধবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

ডেস্ক রিপোর্ট

১৪ সেপ্টেম্বর ২০২২ ০১:৫২

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ বুধবার (১৪ সেপ্টেম্বর) ঘোষণা করবে নির্বাচন কমিশন। নির্বাচন ভবনের অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন কমিশনের পরিচালক (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান।

এছাড়া ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রকল্প নিয়ে ১৯ সেপ্টেম্বর (সোমবার) চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে ইসির বৈঠকে জানানো হয়।

ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার জানিয়েছেন, তথ্য প্রযুক্তির প্রয়োগ সম্প্রসারণের লক্ষ্যে ইলেকট্রনিক ভোটিং মেশিনের ব্যবহার বৃদ্ধি ও টেকসই ব্যবস্থাপনা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দীর্ঘ এ আলোচনায় কমিশনাররা যাচাই কমিটিকে বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন। তবে আজকের সভায় ইভিএমের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। আজকের সভাটি স্থগিত করে দিয়েছেন।

তিনি আরও জানান, ইভিএমের বাজারদর যাচাই করার জন্য কয়েকদিন আগে কমিটি করে দেওয়া হয়েছিল। তারা এখনো তাদের কাজ শেষ করতে পারেনি। যাচাই শেষ হলে তারা পরবর্তী কমিশন সভায় সেটি তুলে ধরবেন। এরপর কমিশন পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]