6639

09/24/2024 বৃষ্টির কারণে দ্বিতীয় দিনের অনুশীলনে ব্যাঘাত

বৃষ্টির কারণে দ্বিতীয় দিনের অনুশীলনে ব্যাঘাত

ক্রীড়া ডেস্ক

১৪ সেপ্টেম্বর ২০২২ ০২:১০

বৃষ্টির কারণে আসন্ন বিশ্বকাপ ও ত্রিদেশীয় সিরিজের আগে শুরু হওয়া শ্রীরামের ৩ দিনের পরীক্ষা-নিরীক্ষার ক্যাম্পের দ্বিতীয় দিনের অনুশীলন বাতিল করা হয়েছে।

সোমবার (১২ সেপ্টেম্বর) রোদ-বৃষ্টির লুকোচুরিতে বাংলাদেশ দলের ক্যাম্প হলেও আজ মঙ্গলবার বৃষ্টির বাগড়ায় সব পণ্ড হয়। ক্রিকেটাররা ফিরেছেন জিমে।

সেখানেই ক্যাম্পে ডাকা ক্রিকেটারদের নিয়ে থিওরিটিক্যাল ক্লাস নেবেন শ্রীরাম। এছাড়া বেশ কিছু ক্রিকেটার নিজেদের প্রস্তুতি সারতে যাবেন ইনডোরে। সেখানে যে যার মতো করে অনুশীলন সারবেন। এমনটাই নিশ্চিত করেছেন বিসিবির সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম।

আসন্ন ত্রিদেশীয় সিরিজ ও টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে দল বাছাইয়ের অংশ হিসেবে সোমবার (১২ সেপ্টেম্বর) থেকে তিনদিনের ক্যাম্প শুরু হয় । প্রথম দিন ব্যাট-বলের অনুশীলন চালিয়ে ক্রিকেটারদের যাচাই-বাছাই করেছেন শ্রীরাম ও বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

তিন দিনের এই ক্যাম্পের জন্য আগে থেকেই বাড়তি বাউন্সের উইকেট প্রস্তুত রাখা হয়েছিল। কিন্তু বৃষ্টিতে উইকেট কিছুটা দেবে গিয়েছিল। তাতে প্রস্তুতিতে কিছুটা সমস্যা হয়েছে।

তারপরও যেভাবে ক্রিকেটাররা নিজেদের মনোযোগ স্থির রেখে অনুশীলন চালিয়ে গেছেন, তাতে খুশি খালেদ মাহমুদ। কিন্তু আজ স্কিল ট্রেনিংয়ের সুযোগই পেলেন না ক্রিকেটাররা।

বুধবার (১৪ সেপ্টেম্বর) অনুশীলনের শেষ দিন। শেষ দিনের ক্যাম্পেই শ্রীরাম নিজের পছন্দ বেছে নেবেন। এদিকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে বিশ্বকাপের দল ঘোষণা করতে হবে। দল প্রায় চূড়ান্ত হয়ে গেলেও দুই-একটি জায়গা নিয়েই আলোচনা চলছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]