6710

04/07/2025 ইয়োহানির গানে নোরা-সিদ্ধার্থের রসায়ন

ইয়োহানির গানে নোরা-সিদ্ধার্থের রসায়ন

বিনোদন ডেস্ক

১৭ সেপ্টেম্বর ২০২২ ০৭:৩৪

‘মানিকে মাগে হিথে’ গান গেয়ে গতবছর রাতারাতি সেলিব্রেটি হয়ে যান শ্রীলঙ্কার গায়িকা ইয়োহানি দিলোকা ডি’সিলভা। জনপ্রিয় এ গায়িকা এবার গাইলেন বলিউডের ছবির গান। শুধু তাই নয়, তার গাওয়া ‘মানিকে মাগে হিথে’ গানটি হিন্দিতে গাইলেন তিনি। এই গানে দেখা গেলো বলিউড তারকা নোরা ফাতেহি ও সিদ্ধার্থ মালহোত্রাকে।

সম্প্রতি প্রকাশ্যে এসেছে অজয় দেবগন ও সিদ্ধার্থ মালহোত্রার নতুন ছবি ‘থ্যাংক গড’র ট্রেলার। এই ছবির জন্য ইয়োহানি গাইবেন ‘মানিকে মাগে হিথে’র হিন্দি ভার্সন।

ভারতীয় সংবাদমাধ্যমকে ইয়োহানি জানান, হিন্দি ভাষা শেখাটাই তার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। হিন্দি গান তিনি অনেক শুনেছেন। ছোটবেলা থেকেই হিন্দি সিনেমার গান শুনেন গায়িকা। কিন্তু কোনো সিনেমার জন্য গান গাওয়া সম্পূর্ণ আলাদা বিষয়। সেখানে তাকে একজন অভিনেত্রীর গলায় গাইতে হবে। উচ্চারণ, গলার ভঙ্গি, টান— সব ঠিকঠাক রাখতে হবে। এর আগে এসব কখনও করেননি। তাই এটা তার কাছে বড় চ্যালেঞ্জ ছিল।

এদিকে, আইনি বিপাকে পড়েছে অজয় দেবগন ও সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত ছবি ‘থ্যাঙ্ক গড’। ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ আনা হয়েছে সিনেমাটির বিরুদ্ধে। ভারতের উত্তরপ্রদেশের জওনপুর আদালতে এই অভিযোগ দায়ের করেছেন হিমাংশু শ্রীবাস্তব নামের এক আইনজীবী।

‘থ্যাঙ্ক গড’ সিনেমার ট্রেলার প্রকাশ করা হয় গত ৯ সেপ্টেম্বর। এরইমধ্যে কোটি কোটি মানুষ তা দেখে ফেলেছেন। এই সিনেমায় চিত্রগুপ্তর ভূমিকায় অভিনয় করেছেন অজয় দেবগন। সনাতন ধর্ম অনুযায়ী, চিত্রগুপ্তকে কর্মফলের দেবতা হিসেবে মনে করা হয়। তিনি মানুষের ভালো ও মন্দ কাজের হিসেব করেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]