6737

04/21/2025 নেপালে ভূমিধসে নিহত ১৪, নিখোঁজ ১০

নেপালে ভূমিধসে নিহত ১৪, নিখোঁজ ১০

আন্তর্জাতিক ডেস্ক

১৮ সেপ্টেম্বর ২০২২ ০৪:২১

ভারি বৃষ্টিপাতের ফলে নেপালের পশ্চিমাঞ্চলে সৃষ্ট ভূমিধসে কমপক্ষে ১৪ জন নিহত ও সাতজন আহত হয়েছে। উদ্ধারকর্মীরা আরো ১০ জনের খোঁজ করছে। কর্মকর্তারা শনিবার (১৭ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের

নেপাল পুলিশের মুখপাত্র দান বাহাদুর কারকি জানিয়েছেন, রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় সাড়ে ৪৫০ কিলোমিটার পশ্চিমে আচ্ছাম জেলায় শনিবার (১৭ সেপ্টেম্বর) এ দুর্ঘটনা ঘটে। সেখানে মাটির নিচে চাপা পড়া পাঁচটি বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধারকর্মীরা মৃত ও আহতদের উদ্ধার করেছে।

প্রতিবেদন সূত্রে জানা গেছে, স্থানীয় গণমাধ্যমের ফুটেজে নিখোঁজদের সন্ধানে উদ্ধারকর্মীদের মরিয়া তৎপরতা চালাতে দেখা গেছে। উদ্ধার হওয়া আহতদের দ্রুত কাছাকাছি একটি হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।জুন থেকে সেপ্টেম্বর মধ্যে বর্ষায় নেপালের পার্বত্যাঞ্চলে প্রায়ই আকস্মিক বন্যা ও ভূমিধস দেখা যায়। সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত আকস্মিক বন্যা ও ভূমিধসে দেশটিতে অন্তত ৪৮ জন নিহত এবং ১২ জন নিখোঁজ রয়েছে।

সূত্র : রয়টার্স।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]