ভিতরে পা, বাইরে বাকি শরীর, চলতে শুরু করল স্কুলের লিফট। করুণ পরিণতি হল তরুণী শিক্ষিকা জিনাল বনিফেস ফার্নান্ডেজের।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) ভারতের মহারাষ্ট্রের পশ্চিম মালাডের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে এ দুর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, লিফটে আটকে গিয়েছিল শিক্ষিকার শরীর। সেই অবস্থাতেই চলতে শুরু করে লিফট। গুরুতর আহত হয়ে কিছু সময় পরেই মারা যান ২৬ বছরের সেই স্কুলশিক্ষিকা।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১টা নাগাদ সাত তলা থেকে দোতলায় নামার জন্য লিফটে উঠেছিলেন। কিন্তু তার শরীরটি পুরোপুরি লিফটে ঢোকার আগেই সেটি উপর দিকে উঠতে শুরু করে। তার একটি পা লিফটে ঢুকলেও বাকি শরীর লিফটের বাইরে ছিল। দেয়াল এবং লিফটের মধ্যে আটকে যান ওই শিক্ষিকা। তার চিৎকার শুনে ছুটে আসেন স্কুলের নিরাপত্তারক্ষী এবং শিক্ষার্থীরা। তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে ভর্তি করার পরই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। জিনাল মাত্র দুই মাস আগে ওই স্কুলে যোগ দেন।ঘটনার খবর পেয়ে পুলিশের দল মালাড পশ্চিমের সেন্ট মেরি ইংলিশ স্কুলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করে। পুলিশ জানিয়েছে যে লিফটে কোনও ত্রুটি ছিল কিনা বা কোনও গাফিলতি ছিল কিনা তা প্রতিটি কোণ থেকে তারা তদন্ত করছে। এ ছাড়া স্কুল ম্যানেজমেন্ট এবং লিফটের রক্ষণাবেক্ষণ দেখছেন এমন ব্যক্তিদেরও জিজ্ঞাসাবাদ করা হবে। স্কুল প্রশাসন সূত্রে খবর, শুক্রবার (১৬ সেপ্টেম্বর)দুপুর ১টা থেকে ২টার মধ্যে এ ঘটনা ঘটে।
এই ঘটনায় মালাড পুলিশ একটি অপমৃত্যুর মামলা করেছে। মালাড পুলিশ এখন ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চালাচ্ছে। লিফটের রক্ষণাবেক্ষণ বা অবহেলার কারণে মহিলার মৃত্যু হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। স্কুলের অন্যান্য শিক্ষকদের বক্তব্যও রেকর্ড করবে পুলিশ।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস