6878

09/05/2025 রামপুরা সুপার মার্কেটে অগ্নিকাণ্ড

রামপুরা সুপার মার্কেটে অগ্নিকাণ্ড

ডেস্ক রিপোর্ট

২২ সেপ্টেম্বর ২০২২ ২২:১৭

রাজধানীর রামপুরা সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইতোমধ্যে আগুন নেভাতে কাজ করেছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পশ্চিম রামপুরায় অবস্থিত রামপুরা সুপার মার্কেটের চারতলা ভবনের উপরের তলায় খান বস্ত্র বিতানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। পরে তিন ইউনিটের চেষ্টায় সকাল পৌনে ৮টার দিকে আগুন নেভানো সম্ভব হয়।

ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক লাইন থেকে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় কোনো হতাহতের তথ্য জানা যায়নি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]