6988

04/07/2025 আর অপেক্ষা করতে পারছেন না হৃতিকের প্রেমিকা

আর অপেক্ষা করতে পারছেন না হৃতিকের প্রেমিকা

বিনোদন ডেস্ক

২৭ সেপ্টেম্বর ২০২২ ০৪:১১

হৃতিকের নতুন ছবি ‘বিক্রম বেদা’ আগামী শুক্রবার মুক্তি পাওয়ার কথা। ছবিতে হৃতিকের চরিত্রের কালো পাঞ্জাবি আর কালো সানগ্লাস পরা রক্তমাখা ছবি এরইমধ্যে হইচই ফেলেছে ভক্তদের মধ্যে।

এই সিনেমা দেখার জন্য যারা অধীর অপেক্ষায় আছেন তাদের অন্যতম হৃতিকের প্রেমিকা সাবা আজাদ। তার আর সর সইছে না। প্রেমিককে বড় পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তিনি। তবে সেই অপেক্ষা শেষই হতে চাইছে না।

সাবা ইনস্টাগ্রাম পোস্টে ‘বিক্রম বেদা’ টিজার প্রকাশ করে লিখেছেন, ‘আর অপেক্ষা সহ্য হচ্ছে না।’

‘বিক্রম বেদা’য় হৃতিক অভিনয় করেছেন ‘ ত্রাস ছড়ানো এক গ্যাংস্টার’-এর ভূমিকায়। তাকে গ্রেফতার করতে চান সৎ পুলিশ অফিসার বিক্রম। তারাই এই গল্পের মুখ্য চরিত্র। ছবিতে বিক্রমের ভূমিকায় দেখা যাবে সাইফ আলি খানকে।

সিনেমাটি আসলে একই নামের একটি তামিল সিনেমার হিন্দি রিমেক। মূল ছবিতে অভিনয় করেছিলেন আর মাধবন। তাকে এই সিনেমাতেও একটি চরিত্রে দেখা যাবে। এ ছা়ড়া রাধিকা আপ্তেও অভিনয় করেছেন এই সিনেমাতে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]