7059

04/20/2025 মহেশ বাবুর মা আর নেই

মহেশ বাবুর মা আর নেই

বিনোদন ডেস্ক

২৯ সেপ্টেম্বর ২০২২ ০৫:১৩

ভারতের তেলেগু ইন্ডাস্ট্রির সুপারস্টার মহেশ বাবুর মা ইন্দিরা দেবী মারা গেছেন। বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে হায়দরাবাদে একটি হাসপাতালে স্থানীয় সময় ভোর চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

হিন্দুস্তান টাইমের খবর, হাসপাতালে ভর্তি ছিলেন ইন্দিরা দেবী; সবশেষ তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল।

এক বিবৃতিতে মহেশ বাবুর পরিবার জানিয়েছে, ‘সুপারস্টার কৃষ্ণার স্ত্রী ও সুপারস্টার মহেশ বাবুর মা ইন্দিরা দেবী মারা গেছেন। আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সকাল ৯টা থেকে তার মরদেহ পদ্মালয় স্টুডিওতে রাখা হয়েছে; সেখানে তাকে সবাই শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। আজই তার শেষকৃত্য সম্পন্ন হবে।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]