7151

04/21/2025 কাল থেকে শুরু নোবেল বিজয়ীদের নাম ঘোষণা

কাল থেকে শুরু নোবেল বিজয়ীদের নাম ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

৩ অক্টোবর ২০২২ ০৫:৩১

প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সোমবার থেকে ঘোষণা শুরু হয় নোবেল বিজয়ীদের নাম। সেই হিসেবে চলতি বছরের নোবেল বিজয়ীদের নাম ঘোষণার পালা শুরু হচ্ছে আগামীকাল সোমবার থেকে। নোবেল কমিটির ওয়েবসাইট থেকে এসব তথ্য জানা গেছে।

সোমবার (০৩ অক্টোবর) প্রথম দিন ঘোষণা করা হবে চিকিৎসাশাস্ত্রে নোবেল বিজয়ীর নাম। এ ছাড়া অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণার মধ্য দিয়ে ১০ অক্টোবর শেষ হবে চলতি বছরের মোট ছয়টি শাখায় নোবেল বিজয়ীদের নাম ঘোষণা।

২০২২ সালের বিজয়ীদের সঙ্গে ২০২০ ও ২০২১ সালের বিজয়ীদেরও আগামী ডিসেম্বরে সুইডেনের স্টকহোমে নোবেল সপ্তাহে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছে নোবেল ফাউন্ডেশন।

আগামী মঙ্গলবার ঘোষণা করা হবে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম। পরের দিন রসায়নে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে। এরপর ৬ অক্টোবর ঘোষণা করা হবে সাহিত্যে ও ৭ অক্টোবর শান্তিতে নোবেল বিজয়ীদের নাম। শনি ও রোববার বিরতি দিয়ে আগামী সোমবার শেষদিন ঘোষণা করা হবে অর্থনীতিতে নোবেলজয়ীর নাম।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]