7183

04/07/2025 বিয়ে ঘিরে বলিউডে উৎসবের আমেজ

বিয়ে ঘিরে বলিউডে উৎসবের আমেজ

বিনোদন ডেস্ক

৪ অক্টোবর ২০২২ ০৫:৫৭

বলিউডে আবার বেজেছে বিয়ের সানাই। গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে অভিনেত্রী রিচা চাড্ডা আর অভিনেতা আলি ফজলের বিয়ের অনুষ্ঠান। ৭ অক্টোবর পর্যন্ত চলবে।

রিচা-আলির বিয়ে, প্রাক্‌-বিয়ে নিয়ে উত্তেজনা কম ছিল না মানুষের। তারাও কোনো লুকোচুরি করেননি। সোশ্যাল সাইটে মাঝে মাঝে নিজেদের ছবি আপলোড করতেন তারা। এমনই একটি ছবি পোস্ট করে রিচা লিখেছেন, আমার চোখে তোমায় লুকিয়ে রাখব।

রিচা-আলির মেহেন্দির অনুষ্ঠান হয়েছে নয়াদিল্লিতে। তারকা এই জুটির বিয়ের আগের অনুষ্ঠানের ছবি ইতোমধ্যেই দেখা গেছে। দিল্লিতে রাজকীয়ভাবে হয়েছে তাদের বিয়ের আগের অনুষ্ঠান। এখন মুম্বাইয়ে রিসিপশনের অপেক্ষা।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]