7226

04/21/2025 সোনিয়া গান্ধীর জুতার ফিতা বেঁধে দিলেন ছেলে রাহুল

সোনিয়া গান্ধীর জুতার ফিতা বেঁধে দিলেন ছেলে রাহুল

আন্তর্জাতিক ডেস্ক

৭ অক্টোবর ২০২২ ০০:১৪

বৃহস্পতিবার (৬ অক্টোবর) প্রথমবারের মতো ভারত জোড়ো যাত্রায় অংশ নেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। সোমবার (৩ অক্টোবর) তিনি মহিশুরে পৌঁছালেও আয়ুধ পূজা এবং দশেরা উৎসবের জন্য কংগ্রেসের কর্মসূচিতে দু’দিনের বিরতি ছিল।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) মাণ্ড্যতে পদযাত্রায় অংশ নিতে যাওয়ার সময় হঠাৎই সোনিয়ার পায়ের জুতোর ফিতে আলগা হয়ে গিয়েছিল। হাঁটতে গিয়ে থমকে গিয়েছিলেন সোনিয়া। বিষয়টি নজরে আসতেই রাহুল নিচু হয়ে ফিতে বেঁধে দেন।

কর্নাটক প্রদেশ কংগ্রেসের সভাপতি ডি কে শিবকুমার জানিয়েছেন, পদযাত্রায় অংশ নেওয়ার পাশাপাশি আজ বৃহস্পতিবার বিকেলে বল্লারিতে একটি জনসভায় অংশ নেবেন সোনিয়া ও রাহুল।

উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে রাহুল ভারত জোড়ো যাত্রা শুরু করেছিলেন। ১৮ সেপ্টেম্বর হরিপাড়ে একইভাবে যাত্রায় অংশ নেওয়া এক ১১ বছরের শিশুকন্যার পায়ে জুতোর ফিতে বেঁধে দিতে দেখা গিয়েছিল ৫২ বছরের রাহুলকে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]