7277

04/11/2025 ডেঙ্গুতে মৃত্যু বক্ষব্যাধির সিনিয়র স্টাফ নার্সের

ডেঙ্গুতে মৃত্যু বক্ষব্যাধির সিনিয়র স্টাফ নার্সের

স্বাস্থ্য ডেস্ক

৯ অক্টোবর ২০২২ ২৩:৩৫

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স দিলরুবা নাহার লিপি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (৯ অক্টোবর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

জানা গেছে, দিলরুবা নাহার লিপি চট্টগ্রাম নার্সিং কলেজের সপ্তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৬ বছর। তার গ্রামের বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলায়।

দিলরুবা নাহার ২০২১ সালে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ জনে, আর দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৪১৬ জনে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]