7295

09/24/2024 ১৯ বছর পর পাকিস্তান সফরে কিউইরা, খেলবে চার শহরে

১৯ বছর পর পাকিস্তান সফরে কিউইরা, খেলবে চার শহরে

ক্রীড়া ডেস্ক

১০ অক্টোবর ২০২২ ২২:২২

নিউজিল্যান্ড ক্রিকেট দল ২০০৩ সালের পর মাঝের ১৯ বছরে পাকিস্তানের মাটিতে কোনো ম্যাচ খেলেনি। ২০২১ সালের সেপ্টেম্বর-অক্টোবরে সেই সম্ভাবনা দেখা দিলেও নিরাপত্তার কারণ দেখিয়ে শেষ মুহূর্তে পাকিস্তান সফর বাতিল করে দিয়েছিল কিউইরা।

এবার মাত্র পাঁচ মাসের ব্যবধানে দুই টেস্ট, আট ওয়ানডে ও পাঁচ টি-টোয়েন্টি খেলতে পাকিস্তানে যাবে নিউজিল্যান্ড। চলতি বছরের শেষ দিকে দীর্ঘ ১৯ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে পাকিস্তান সফর করবে কিউইরা। এ সফরে চারটি ভিন্ন শহরে খেলবে তারা।

দুই দফার পাকিস্তান সফরে প্রথমে ডিসেম্বরে দুই টেস্ট ও তিন ওয়ানডে খেলবে নিউজিল্যান্ড। এ দুই টেস্ট বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। অন্যদিকে ওয়ানডে তিনটি আবার বিশ্বকাপ সুপার লিগের অন্তর্ভুক্ত। আগামী বছরের এপ্রিল-মে মাসে তিন ওয়ানডে ও পাঁচ টি-টোয়েন্টি খেলতে আবার পাকিস্তান যাবে কিউইরা।

আগামী ২৭ ডিসেম্বর করাচিতে শুরু হবে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। পরে ৪ জানুয়ারি থেকে মুলতানে হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। এরপর আবার করাচিতে ফিরে ১১, ১৩ ও ১৫ জানুয়ারি বিশ্বকাপ সুপার লিগের তিন ওয়ানডে খেলবে দুই দল। যা পাকিস্তানের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

এরপর দ্বিতীয় দফায় পাকিস্তান সফরে গিয়ে লাহোর ও রাওয়ালপিন্ডিতে খেলবে নিউজিল্যান্ড। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম চার হবে লাহোরে, যথাক্রমে ১৩, ১৫, ১৬ ও ১৯ এপ্রিল তারিখে। এরপর ২৩ এপ্রিল করাচিতে হবে শেষ টি-টোয়েন্টি ম্যাচ।

এই সফরের পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুইটি ম্যাচ হবে করাচিতেই, ২৬ ও ২৮ এপ্রিল। পরে রাওয়ালপিন্ডি গিয়ে ১, ৪ ও ৭ মে শেষ তিন ওয়ানডে খেলে দুই দফার পাকিস্তান সফর শেষ করবে নিউজিল্যান্ড। সোমবার আনুষ্ঠানিকভাবে এ সূচি প্রকাশ করেছে পাকিস্তান।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]