7310

01/08/2026 অভিনেত্রী ঈশিতার মায়ের ইন্তেকাল

অভিনেত্রী ঈশিতার মায়ের ইন্তেকাল

বিনোদন ডেস্ক

১০ অক্টোবর ২০২২ ২৩:১৬

অভিনেত্রী রুমানা রশীদ ঈশিতার মা জাহানারা খান নদী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন) ।
সোমবার (১০ অক্টোবর) ভোর সাড়ে ৬ টার দিকে উত্তরার বাসায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।

ঈশিতার স্বামী ড. আসিফ দৌলা গণমাধ্যমকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, আম্মা তিন বছর ধরে ক্যানসারে ভুগছিলেন। পারিবারিকভাবে আমরা সব সময় পাশে থাকার চেষ্টা করেছি। কিন্তু তিনি আমাদের ছেড়ে চলে গেলেন।

এদিকে ঈশিতার মাতৃবিয়োগের খবরে বিনোদন অঙ্গনে নেমেছে শোকের ছায়া। অভিনয়শিল্পী, প্রযোজক, নির্মাতাসহ বিনোদন অঙ্গনের সঙ্গে যুক্ত অনেকেই সকাল থেকে ফেসবুকে ঈশিতার মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করছেন। জানা গেছে, আজ সাভারে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]