সারা বিশ্ব সানি লিওনের রূপের আগুনে মগ্ন। পর্ণ তারকা থেকে বলিউডের সফল অভিনেত্রী তিনি। অভিনয় করেছেন ‘রাগিণী এমএমএস ২’, ‘জিসম ২’ সহ আরও অনেক বলিউড ছবিতে।
বলিউড সিনেমার আইটেম গান আর তাতে যদি থাকেন সানি লিওন, তাহলে তো কথাই নেই। লাস্যময়ী চেহারায় তিনি যেন অপ্সরা।
সানিকে এক ঝলক দেখার জন্য পাগল পুরো দুনিয়া। তাই তার পেছনে সব সময় ব্যস্ত মিডিয়াও। তবে এবার সানি ভক্তদের জন্য সুখবর। কারণ, তাদের প্রিয় তারকা আসতে চলেছেন কলকাতায়।
শুধু যে আসবেন তাই নয়, এই প্রথম কলকাতায় করবেন নাচের অনুষ্ঠান। আগামী ২৯ অক্টোবর কলকাতায় নাচের অনুষ্ঠান করবেন তিনি। আপনিও যদি সামনে থেকে দেখতে চান সানির মোহময়ী রূপ তাহলে কাটতে হবে টিকিট। অনলাইনে পাওয়া যাবে টিকিট। মূল্য মাত্র ৯৯৯ টাকা।