7351

04/21/2025 সমুদ্রে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

সমুদ্রে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

কক্সবাজার থেকে

১২ অক্টোবর ২০২২ ০৫:৩৫

মোহাম্মদ সুমন নামে একজন পর্যটক কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর) বিকালে সৈকতের লাবনী পয়েন্টে এ ঘটনা ঘটে। তিনি ঢাকার বংশাল নয়াবাজার এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ জানান, দুপুরে মোহাম্মদ সুমন নামে এক পর্যটক তার পরিবার নিয়ে সৈকতের লাবনী পয়েন্টে গোসল করতে নামে। একপর্যায়ে সমুদ্রের ঢেউয়ের তোড়ে তিনি সাগরে ডুবে যান। পরে লাইফ গার্ড কর্মীরা বিকাল ৩টার দিকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, সুমন সোমবার (১০ অক্টোবর) কক্সবাজার বেড়াতে এসে হোটেল কল্লোলে উঠেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]