7424

04/21/2025 রাশিয়ার নতুন ড্রোনে ইউক্রেনে হামলা

রাশিয়ার নতুন ড্রোনে ইউক্রেনে হামলা

আন্তর্জাতিক ডেস্ক

১৪ অক্টোবর ২০২২ ০৫:৪৮

ইউক্রেনে নতুন করে হামলা চালিয়েছে রুশ সেনারা। এ হামলায় ব্যবহার করা হয়েছে ইরানের তৈরি কামিকাজে ড্রোন।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ইউক্রেনের কর্মকর্তারা এ দাবি করেন। কিয়েভের ছোট শহর মাকারিভের একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় তিনটি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে রুশ সেনারা। এতে স্থাপনাটি বিধ্বস্ত হয়ে গেছে।

কিয়েভ অঞ্চল পুলিশ প্রধান আন্দ্রি নেবইয়েতোভ টেলিগ্রামে বলেন, মাকারিভ কমিউনিটিতে রাতের বেলা ড্রোন দিয়ে বোমা হামলা চালানো হয়।

তিনি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনার খবর পাওয়া যায়নি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির প্রেসিডেন্সিয়াল দফতরের উপপ্রধান কাইরাইলো তায়মোশেঙ্কো বলেন, গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়েছে কামিকাজে ড্রোন। সম্প্রতি সপ্তাহগুলোতে ইরানের তৈরি শহিদ-১৩৬ ড্রোন দিয়ে সিরিজ হামলার তথ্য জানিয়েছে ইউক্রেন। তবে মস্কোকে ড্রোন দেওয়ার কথা অস্বীকার করেছে ইরান।

ইউক্রেনের সেনাবাহিনীর জেনারেল স্টাফ জানান, রাতের বেলায় দক্ষিণের দিকে কামিকাজে ড্রোন ভূপাতিত করা হয়েছে।

সূত্রঃ বিবিসি

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]