7438

09/24/2024 ছয় লাখ টিকিট বিক্রি টি ২০ বিশ্বকাপের

ছয় লাখ টিকিট বিক্রি টি ২০ বিশ্বকাপের

ক্রীড়া ডেস্ক

১৫ অক্টোবর ২০২২ ২৩:২৯

আগামীকাল আট দলের প্রথম রাউন্ড দিয়ে পর্দা উঠবে টি ২০ বিশ্বকাপের। ২২ অক্টোবর শুরু হবে সুপার টুয়েলভ পর্ব।

অস্ট্রেলিয়ার সাতটি শহরে খেলা হবে। শুক্রবার (১৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, এরই মধ্যে টি ২০ বিশ্বকাপের বিভিন্ন ম্যাচের ছয় লাখের বেশি টিকিট বিক্রি হয়েছে।

১৬ দলের টুর্নামেন্টে ভারত, পাকিস্তান ও স্বাগতিক অস্ট্রেলিয়ার ম্যাচের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি। ২৩ অক্টোবর ৯০ হাজার দর্শক ধারণক্ষমতার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। গত মাসে টিকিট বিক্রি শুরুর ১০ মিনিটের মধ্যেই বিক্রি হয়ে যায় এ ম্যাচের সব টিকিট।

২২ অক্টোবর সিডনিতে সুপার টুয়েলভের প্রথম ম্যাচে দেখা হবে গতবারের দুই ফাইনালিস্ট অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের। একই ভেন্যুতে ২৭ অক্টোবর দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। এ দুটি ম্যাচেরও সব টিকিট বিক্রি হয়ে গেছে।

এছাড়া বিশ্বকাপের উদ্বোধনী দিনের টিকিটও প্রায় শেষের পথে। রোববার (১৬ অক্টোবর) গিলংয়ে প্রথম ম্যাচে নামিবিয়ার মুখোমুখি হবে শ্রীলংকা, দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত।
টিকিট বিক্রিতে দর্শক সাড়ায় অভিভূত টুর্নামেন্টের প্রধান নির্বাহী মিচেল এনরাইট জানান, ‘গিলংয়ে টুর্নামেন্টের প্রথমদিন ও পরের সপ্তাহে সুপার টুয়েলভের প্রথমদিনের খেলা দেখতে দর্শকরা যে বিপুল আগ্রহ দেখিয়েছেন, তাতে আমরা অভিভূত।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]