7469

05/18/2024 ইরানের কুখ্যাত "ইভিন" কারাগারে আগ্নিকাণ্ড

ইরানের কুখ্যাত "ইভিন" কারাগারে আগ্নিকাণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

১৬ অক্টোবর ২০২২ ২২:৪৬

ইরানের কুখ্যাত কারাগার হিসাবে খ্যাত "ইভিন" কারাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ছাড়া এতে গোলাগুলির ও সাইরেন বাজার শব্দও শোনা গেছে।

 রোববার (১৬ অক্টোবর) বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইভিন কারাগার রাজনৈতিক বন্দীদের আটক করার প্রাথমিক স্থান।

প্রতিবেদনে বলা হয়েছে, এই কারাগারে দেশটির রাজনীতিবিদ, সাংবাদিক এবং বিদেশিদের আটক করে রাখা হয়েছে। অনলাইনে শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, তেহরানের ওই অঞ্চলে আগুন ও ধোঁয়া উড়তে। একই সঙ্গে বিস্ফোরণ এবং গুলির শব্দও শোনা গেছে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেছে কি না তা এখন পর্যন্ত জানানো হয়নি।

দেশটির এক কর্মকর্তার বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় মিডিয়ায় বলা হয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। কিন্তু ভিডিও ফুটেজে ওই অঞ্চলে আগুন জ্বলতেই দেখা গেছে।

গত ১৬ সেপ্টেম্বর পুলিশি হেফাজতে মাহসা আমিনি (২২) নামে এক তরুণীর মৃত্যু হয়। এরপর থেকে ইরানজুড়ে তুমুল বিক্ষোভ অব্যাহত রয়েছে। এতে এখন পর্যন্ত দুই শতাধিক লোকের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

পরিবারের দাবি, পুলিশের নির্যাতনে আমিনির মৃত্যু হয়েছে। কিন্তু পুলিশ এই দাবি প্রত্যাখ্যান করেছে।

বিবিসি পার্সিয়ানের সাংবাদিক রানা রহিমপুর বলেন, কারাগারের এই ঘটনার সঙ্গে বিক্ষোভের ঘটনার সম্পর্ক আছে কি না তা এখন পর্যন্ত জানা যায়নি।

তবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলেছে, এই ঘটনা বিক্ষোভের ঘটনার সঙ্গে সম্পৃক্ত নেই। তবে এক কর্মকর্তা, আগুনের জন্য অপরাধীর সম্পৃক্ততা আছে বলে অভিযোগ করেছেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]