হলিউড তারকা ডোয়াইন জনসনের আসন্ন চলচ্চিত্র ‘ব্ল্যাক অ্যাডাম’। গোটা বিশ্বজুড়ে এ ছবিকে ঘিরে আগ্রহ তুঙ্গে। ভক্ত-অনুরাগীদের প্রতীক্ষা যেন শেষ হচ্ছে না। এবার বলিউড তারকা বরুণ ধাওয়ানও সেই দলে যোগ দিলেন।
সম্প্রতি ডোয়াইন জনসনের ‘ব্ল্যাক অ্যাডাম’ নিয়ে নিজের উত্তেজনা প্রকাশ করেছেন বরুণ। টুইটারে জনসনের সঙ্গে সিনেমাটি সম্পর্কে মিষ্টি আলাপচারিতায় মেতে ওঠেন তিনি।
তাদের এই টুইট বার্তায় ভক্ত-অনুরাগীরাও বেশ উচ্ছ্বসিত। ‘দ্য রক’ একটি টুইট পোস্ট করেছেন, যেখানে তিনি তাঁর ভারতীয় ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন এবং চলচ্চিত্রটি দেখতে বলেছেন।
একই পোস্ট করে বরুণ লিখেছেন, ‘চলো, শেষ পর্যন্ত আমার নায়ককে আবার বড় পর্দায় দেখতে পাব। ’ এরপর ডোয়াইন জনসনকে ট্যাগ করেন তিনি।
বরুণের টুইটের জবাবে ডোয়াইন জনসন লিখেছেন, ‘ধন্যবাদ আমার ব্রোথা (ভাই)! আপনি সিনেমাটি কখন দেখবেন, সেই মুহূর্তটির জন্য অপেক্ষা করতে পারছি না। দীর্ঘ ১৫ বছর লড়াই করে এটি তৈরি করা হয়েছে। অপেক্ষার ভালো মূল্য হয় জানি। আপনি কী মনে করেন তা আমাকে জানান। ’
এই প্রথম নয় যে বরুণ হলিউড তারকার প্রশংসা করেছেন। এর আগে ২০১৯ সালে বরুণ ‘হবস অ্যান্ড শ’-এর জন্যও ডোয়াইনের প্রশংসা করেছিলেন। ডোয়াইন জনসন বরুণের প্রত্যুত্তরে লিখেছিলেন, ‘তুমিই সেরা। ’
বরুণকে পরবর্তী সময়ে নীতেশ তিওয়ারির আসন্ন সিনেমা ‘বাওয়াল’-এ দেখা যাবে। এ সিনেমায় তিনি প্রথমবারের মতো জাহ্নবী কাপুরের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন। এ ছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে ‘ভেরিয়া’। সিনেমাটিতে বরুণের সঙ্গে আরো রয়েছেন কৃতি স্যানন।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া।