7501

05/04/2025 সফর শেষে ব্রুনাইয়ের সুলতানের ঢাকা ত্যাগ

সফর শেষে ব্রুনাইয়ের সুলতানের ঢাকা ত্যাগ

ডেস্ক রিপোর্ট

১৭ অক্টোবর ২০২২ ২০:১৮

ব্রুনাইয়ের সুলতান হাজী হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদদৌল্লাহ তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকা ছেড়েছেন। 

সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা ২৫ মিনিটে ব্রুনাইয়ের সুলতান ঢাকা ত্যাগ করেছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সুলতান।

ঢাকা সফরকালে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন সুলতান। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সুলতানের সঙ্গে বৈঠক করেছেন।

ব্রুনাইয়ের সুলতানের এটাই বাংলাদেশে প্রথম সফর। ঢাকা সফরের প্রথম দিন ব্রুনাইয়ের সুলতান সাভার জাতীয় স্মৃতিসৌধে যান। সেখানে তিনি মহান স্বাধীনতাযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ব্রুনাইয়ের সুলতান।

শনিবার (১৫ অক্টোবর) দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসেন ব্রুনাইয়ের সুলতান। রবিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে তার ঢাকা সফর শেষ হয়। তবে তিনি আজ বিশেষ ফ্লাইটে ঢাকা থেকে বিদায় নেন।

 

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]