7577

04/21/2025 পাকিস্তানকে নিয়ে বাইডেনের সুর বদল

পাকিস্তানকে নিয়ে বাইডেনের সুর বদল

আন্তর্জাতিক ডেস্ক

১৯ অক্টোবর ২০২২ ২২:১০

প্রেসিডেন্ট জো বাইডেনের পাকিস্তানকে ‘সবচেয়ে বিপজ্জনক দেশ’ বলে মন্তব্য করা থেকে দৃশ্যত ‘সরে এসেছে’ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

দেশটি এখন বলছে, নিজেদের পারমাণবিক সম্পদের নিরাপত্তা ও সুরক্ষা দেওয়ার বিষয়ে পাকিস্তানের সামর্থ্যের প্রতি যুক্তরাষ্ট্রের আস্থা আছে। খবর ডনের

সোমবার (১৭ অক্টোবর) বিকালে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বেদান্ত প্যাটেল সাংবাদিকদের বলেন, পারমাণবিক সম্পদের সুরক্ষায় পাকিস্তানের অঙ্গীকার ও সামর্থ্যের বিষয়ে যুক্তরাষ্ট্র আস্থাশীল।

এর আগে মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাউন্সেলর ডেরেক শোলেটের সঙ্গে বৈঠক করেন ওয়াশিংটনে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মাসুদ খান। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের জ্যেষ্ঠ উপদেষ্টা শোলেটই প্রথম বৈঠকের বিষয়টি জানান।

গত বৃহস্পতিবার এক অনুষ্ঠানে জো বাইডেন বলেছিলেন, ‘আমার মনে হয়, পাকিস্তান হয়তো বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশগুলোর মধ্যে একটি। কারণ, দেশটির হাতে থাকা পারমাণবিক অস্ত্রের কোনো সমন্বয় নেই।’

মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানায় পাকিস্তান। ইসলামাবাদে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকেও তলব করে দেশটি। বাইডেনের মন্তব্যের বিষয়ে এক সাংবাদিক দৃষ্টি আকর্ষণ করলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘এখানে বলার মতো সুনির্দিষ্ট কোনো বক্তব্য আমার কাছে নেই।
সূত্রঃ ডন

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]