7587

04/21/2025 মিথ্যা পরিচয়ে প্রেম, হোটেলে তরুণীকে ধর্ষণ

মিথ্যা পরিচয়ে প্রেম, হোটেলে তরুণীকে ধর্ষণ

চট্টগ্রাম থেকে

২০ অক্টোবর ২০২২ ০১:০০

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মিথ্যা পরিচয় দিয়ে প্রেমের সম্পর্ক স্থাপন। জাহিদ হাসান ওরফে নাহিদুল হাসান নামে এক যুবক এভাবেই গার্মেন্টেসের এক নারী পোশাক শ্রমিকের সঙ্গে মিথ্যা পরিচয়ে প্রেমের সম্পর্ক করে ধর্ষণের অপরাধে গ্রেপ্তার হয়েছে র‌্যাবের হাতে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার এমজেডএম ফ্যাক্টরি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার জাহিদ হাসান যশোরের বাঘারপাড়া এলাকার মৃত আকবর সরদারের ছেলে। তিনি ৯ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। চট্টগ্রামে দীর্ঘদিন নাইট গার্ডের ছদ্মবেশে লুকিয়ে ছিলেন।

বুধবার (১৯ অক্টোবর) র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক ( মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, এক বছর আগে একজন পোশাককর্মীর সঙ্গে জাহিদের মোবাইলে পরিচয় হয়। সেখানে জাহিদ নিজেকে সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত সেনাসদস্য এবং র‌্যাব সদস্য বলে পরিচয় দেন। একপর্যায়ে তাদের মধ্যে সখ্যতা গড়ে ওঠে। এরই একপর্যায়ে বিয়ের কথা বলে তাকে ঢাকায় নিয়ে যান। পরে ঢাকার একটি হোটেলে তাকে ধর্ষণ করে পালিয়ে যান। পরে ভিকটিম রমনা মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

সেই মামলাতেই জাহিদ হাসানকে চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, তিনি যশোরে জাহিদ সরদার বা বোমা জাহিদ নামে পরিচিত। যশোর জেলার বাঘারাপাড়া এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি সে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]