7598

04/09/2025 রগচটা তাপসী কাউকে ছেড়ে কথা বলেন না

রগচটা তাপসী কাউকে ছেড়ে কথা বলেন না

বিনোদন ডেস্ক

২০ অক্টোবর ২০২২ ০৩:৫০

বলিউডের প্রায় সবারই জানা তাপসী পান্নুর মেজাজ সম্পর্কে। বেশ রাগী স্বভাবের তিনি। তাকে কেউ বিরক্ত করলে ছেড়ে কথা বলেন না। সরাসরি শুনিয়ে দেন কয়েকটা কথা। এই বিষয় সাংবাদিকরাও জানেন।

আর তাই দিওয়ালির একটি অনুষ্ঠানে যখন চিত্রগ্রাহকরা তার ছবি তুলতে যাবেন তখন কেউ একজন তাপসীকে বলে উঠলেন, আজ রেগে যাবেন না প্লিজ।

এসময় হেসে তাপসী পান্নু বলেন, অসভ্যতা না করলে আমিও চেঁচাবো না। এটা সহজ ব্যাপার। মূলত পাপারাৎজিদের নিয়ে বিরক্ত তাপসী পান্নু। প্রায় সময় পাপারাৎজিদের ওপর রেগে যান তিনি।

সম্প্রতি থ্রিলার ছবি ‘দোবারা’য় দেখা গেছে তাপসীকে। সামনে শাহরুখ খানের সঙ্গে ‘ডাংকি’ ছবিতেও তাকে দেখা যাবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]