7644

04/20/2025 একই সিনেমায় দেখা যাবে আল্লু ও রামচরণকে

একই সিনেমায় দেখা যাবে আল্লু ও রামচরণকে

বিনোদন ডেস্ক

২১ অক্টোবর ২০২২ ০৪:৫৭

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয়তায় ভাটার টান পড়েছে বলিউডে। বলিউডে একের পর এক সিনেমা মুখ থুবড়ে পড়ছে। অন্যদিকে ‘আরআরআর’, ‘পুষ্পা’, ‘কেজিএফ’, ‘বিক্রম’ -এর মতো দক্ষিণি সিনেমাগুলো ব্লকবাস্টার হিট।

বিশেষ করে ‘পুষ্পা’ ও ‘আরআরআর’ সিনেমা উপমহাদেশ ও বিদেশের মাটিতেও ঝড় তুলেছে।

এখনও দর্শকেরা মজে আছেন ‘পুষ্পা’ আল্লু অর্জুন ও ‘আরআরআর’ রামচরণে। তাই দক্ষিণী প্রযোজক তথা পরিচালক আল্লু অরবিন্দ এই দুই প্যান ইন্ডিয়া সুপারস্টারকে একসঙ্গে বড় পর্দায় আনার কথা ভাবছেন।

আল্লু অর্জুনের বাবা আল্লু অরবিন্দ। আর রামচরণ তার বোনের ছেলে। সে অর্থে আল্লুর ফুফাতো ভাই রামচরণ।

জানা গেছে, ইতিমধ্যে ছবির নামও ঠিক করে ফেলেছেন আল্লু অরবিন্দ—‘চরণ-অর্জুন’। এ যেন বলিউড সিনেমা করণ-অর্জুনের মতোই।

অরবিন্দ আশাবাদী, আল্লু অর্জুন ও রামচরণের জাদু সবাইকে আবিষ্ট করবে। কারণ এ মুহূর্তে তারা দুজন ভারতের রূপালি পর্দা দাপিয়ে বেড়াচ্ছেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]