7671

04/21/2025 রেলস্টেশনে পুলিশ-বিএনপি মুখোমুখি

রেলস্টেশনে পুলিশ-বিএনপি মুখোমুখি

খুলনা থেকে

২৩ অক্টোবর ২০২২ ০১:১৪

পুলিশ ও বিএনপির নেতাকর্মীরা মুখোমুখি অবস্থানে রয়েছে খুলনা আধুনিক রেলস্টেশনে। বিএনপি নেতাদের অভিযোগ, স্টেশন থেকে সমাবেশস্থলে আসার সময় পুলিশ তাদের বাধা দেয়।

খুলনা রেলওয়ের স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার জানান, নিজেদের মধ্যে কথা কাটাকাটির জের ধরে সংঘর্ষে জড়ায় বিএনপির নেতাকর্মীরা। এক পর্যায়ে তারা স্টেশনের গ্লাস ভাঙচুর করে। পুলিশকে খবর দিলে তারা আরও উত্তেজিত হয়ে পড়ে।

এদিকে বিপুল সংখ্যক পুলিশ স্টেশনে অবস্থান নিয়েছে। বিপরীত দিকে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন বিএনপির নেতা-কর্মীরা।

খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন জানান, রেলস্টেশন দিয়ে আসা তাদের নেতা-কর্মীদের বাধা দিচ্ছে পুলিশ।

কেএমপির অতিরিক্ত উপ-কমিশনার সোনালী সেন জানান, কাউকে বাধা দেওয়া হয়নি। ধৈর্যের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হচ্ছে।

এদিকে শনিবার (২২ অক্টোবর) দুপুর সোয়া ১২টায় কোরআন তিলাওয়াত ও মোনাজাতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়েছে। সমাবেশে কোরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা নেছার ইমাম। এতে সভাপতিত্ব করছেন মহানগর বিএনপির আহ্বায়ক এসএম শফিকুল আলম মনা।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]