7680

04/21/2025 বিয়েটা জরুরি নয়, সম্পর্কটাই আমার কাছে খুব দামী

বিয়েটা জরুরি নয়, সম্পর্কটাই আমার কাছে খুব দামী

বিনোদন ডেস্ক

২৩ অক্টোবর ২০২২ ০২:৩৪

বলিউডে কাজ করে জনপ্রিয়তা অর্জন করেছেন যিনি মুলত একজন আমেরিকান মডেল। নার্গিস ফাখরি। তিনি সর্বপ্রথম আমেরিকার নেক্সট টপ মডেল হওয়ার মাধ্যমে মিডিয়াতে প্রবেশ করেন।

এরপর ২০১১ সালের বলিউডের সাড়া জাগানো চলচ্চিত্র ‘রকস্টার’-এ অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী হিসেবে ভারতে আত্মপ্রকাশ করেন। এরপর ‘ম্যায় তেরা হিরো’, ‘মাদ্রাস ক্যাফে’-র মতো সিনেমায় নিজের অভিনয় জাদুতে আলো ছড়িয়েছেন।

ভারতে তাঁর ভক্ত অনুসারীর সংখ্যাও কম নয়। তবে লাখো ভক্তের হৃদয়ে ঝড় তোলা নার্গিস ফাকরির জীবনে এক সময়ে প্রেম ছিল অধরা। প্রেমিকহীন জীবন কাটিয়েছেন এই অভিনেত্রী।

অতীতে এক সাক্ষাৎকারে নিজেই সে কথা জানিয়েছিলেন অভিনেত্রী। বলেছিলেন, ‘আমি একটা সুন্দর সম্পর্ক চাই। আমি আমার ভালোবাসার মানুষের সঙ্গে থাকতে চাই। প্রত্যেক দিন সকালে তাঁর সঙ্গে ঘুম থেকে উঠতে চাই। সকাল বেলার নাস্তা তাঁর সঙ্গে খেতে চাই। যে সংস্কৃতিতে আমি বড় হয়েছি, সেখানে এগুলো করার জন্য বিয়েটা জরুরি নয়। তাই সম্পর্কটাই আমার কাছে খুব দামী। ’

একসময় কাজের জন্য ব্যক্তি জীবনের দিকে বিশেষ নজর দিতে পারেননি নার্গিস। একসঙ্গে অভিনয়ের সুবাদে নায়ক-নায়িকার প্রেম বলিউডে নতুন কিছু নয়। তবে নার্গিস ছিলেন ব্যতিক্রম। তাঁর ঝুলিতে একাধিক প্রেমের সিনেমা আছে ঠিকই, কিন্তু কখনো কোনো সহ-অভিনেতার প্রেমে পড়েননি তিনি, এমনটাই দাবি তাঁর।

অবশ্য উদয় চোপড়ার সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জনে এক সময়ে উত্তাল হয়েছিল বলিউড। নার্গিসের কথায়, ‘যাঁদের সঙ্গে কাজ করি, তাঁদের নিয়ে আগ্রহী নই। আমার জীবনটা খুব সহজ নয়। যে সব পুরুষের সঙ্গে দেখা হয়, তাঁরা আমাকে দেখে ঘাবড়ে যান। কেউ কেউ আবার ভয়ও পান বা নিরাপত্তাহীনতায় ভোগেন। তাই আমার প্রেম হয়নি। ’ পরবর্তীতে অবশ্য উদয়ের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করেছিলেন নার্গিস।

তবে নার্গিসের জীবনের সেই চিরাচরিত ছবি এখন বদলেছে। এখন গুঞ্জন রয়েছে যে বর্তমানে উদ্যোক্তা টোনি বেইগের সঙ্গে সম্পর্কে রয়েছেন এই অভিনেত্রী। এ নিয়ে যদিও এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি নার্গিস। সময়ই বলে দেবে, গুঞ্জনটা সত্যি কিনা।

সূত্র: হিন্দুস্তান টাইমস বাংলা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]