7691

04/21/2025 বাড়িতে বিমান ধসে পড়ে নিহত সব আরোহী

বাড়িতে বিমান ধসে পড়ে নিহত সব আরোহী

আন্তর্জাতিক ডেস্ক

২৩ অক্টোবর ২০২২ ০৫:০৯

যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে শুক্রবার (২১ অক্টোবর) সন্ধ্যা নাগাদ এক বাড়ির ওপর একক ইঞ্জিন বিশিষ্ট বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ওই বিমানে থাকা সব আরোহী নিহত হয়েছেন। দেশটির কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। সিএনএনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

শুক্রবার (২১ অক্টোবর) এক আপডেটে শহরের কর্মকর্তারা জানান, বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত আরোহীদের সংখ্যা জানানো হয়নি। যদিও যৌথ পরিবারের বাড়ির ওপর বিমান বিধ্বস্তের ঘটনায় ওই বাড়ির কিছু অংশ পুড়ে যায়। তবে যৌথ পরিবারের ভবনের কেউ আহত হন নি।

কর্মকর্তাদের পক্ষ থেকে বলা হয়েছে, দুর্ভাগ্যবশত বিমানের সবাই নিহত হয়েছেন। কর্মকর্তারা বিমান বিধ্বস্তের ঘটনাকে দুর্ঘটনা বলে উল্লেখ করেছেন।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন সিএনএনকে জানিয়েছে, গতকাল শুক্রবার সন্ধা ৭ টার আগে এই বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। তারা এই ঘটনার তদন্ত করছে বলে জানিয়েছে।

সূত্রঃ সিএনএন

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]